চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের নীমতলা এলাকায় অভিনব কৌশলে ফেনসিডিল পাচারের সময় বুধবার সন্ধায় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (৩২) ও পুকুরতলী গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে শফিকুল ইসলাম(৪৫)।

র‌্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শহরের নীমতলা ফরিকপাড়ায় একটি কোচিং সেন্টারের সামানে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে কয়েক জন অবস্থান করছে। তাৎক্ষনিক র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২০টি প্লাষ্টিকের পাইপের উপরে বালু সিমেন্টের ঢালাই দ্বারা আবৃত করে ফেনসিডিল পাচারের সময় ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

মেজর কামরুজ্জামান পাভেল আরো জানান, আটককৃত ২ জন দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক পরিবহন ও ব্যবসার সাথে জড়িত।

(এআরএন/এইচআর/ডিসেম্বর ০৪, ২০১৪)