কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং অভিযুক্ত ছাত্রদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীরা কুড়িগ্রাম-চিলমারী সড়কের কলেজ মোড় থেকে জজকোর্ট মোড় পর্যন্ত দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়কে বেড়িকেট ও আগুন জ্বালিয়ে অবরোধ করে। এ সময় কুড়িগ্রাম-চিলমারী সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি গ্রহণের ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমানকে লাঞ্ছিত করে ওই কলেজের কিছু শিক্ষার্থীরা।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৪, ২০১৪)