ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেনসহ ভর্তি কমিটির সম্মানীত সদস্যবৃন্দ। সভায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির পূর্ব ঘোষিত তারিখের কিছু পরিবর্তন করা হয়। পরিবর্তীত তারিখ অনুযায়ী মেধা তালিকা থেকে ভর্তি ১১ ডিসেম্বর হতে ২২ ডিসেম্বর পর্যন্ত। ইউনিটসমূহে ১১ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর এর মধ্যে ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মেধা তালিকা হতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা ২৩ ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত ইউনিটভূক্ত বিভাগে আসন খালি থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের মধ্যে বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তি হতে পারবে। এছাড়াও বিশেষ কোটায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ৩ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.iu.ac.bd এ আরও বিস্তারিত তথ্য জানা যাবে। সভাটি পরিচালনা করেন রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মসলেম উদ্দিন।

উল্লেখ্য পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তিতে মেধা তালিকা হতে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং ইউনিটসমূহে ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকারের তারিখ ছিল ৭ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত । মেধা তালিকা হতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তির তারিখ ছিল ২০ ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

এছাড়া বিশেষ কোটায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ ছিল ৩ ডিসেম্বর হতে ৯ ডিসেম্বর পর্যন্ত।

(কেকে/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)