নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের চাঞ্চল্যকর ইবাদৎ শেখ হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে  লোহাগড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৪  টার সময় এসআই ওলিয়ার রহমানের  নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া বাজার জামে মসজিদের ছাদ থেকে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জানু শেখ (৪৫) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে উপজেলার বাবরা গ্রামের মৃত মাসেম শেখের ছেলে মোঃ ইবাদত শেখ কে একদল দুর্বৃত্ত তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের আধারে হত্যা করে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তার লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ভাই লোকমান শেখ বাদি হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০০ সালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালত মোঃ জান্নু দোষী সাবাস্ত হওয়ায় তাকে যাবতজীবন কারা দন্ডের রায় প্রদান করেন । রায়ের পর থেকে জানু শেখ এ মামলায় পলাতক ছিল।


(আরএম/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)