দিনাজপুর প্রতিনিধি : সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকতার মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে দিনাজপুরে শনিবার পালিত হয়েছে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস।

এ উপলক্ষে শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, সাংবাদিক শামীম রেজা, মুকুল চ্যাটার্জী, রতন সিং, রোস্তম আলী মণ্ডল, রিয়াজুল ইসলাম, কাশী কুমার দাস ঝন্টু প্রমুখ।
বক্তারা নিরাপদ পরিবেশ সৃষ্টির মাধ্যমে মুক্ত সাংবাদিকতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান প্রযুক্তির সময়ে অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সত্য ও মুক্ত সাংবাদিকতার দ্বারাই জনগনের অধিকার সুরক্ষা সম্ভব। সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে সকল কালাকানুন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

(এটি/এলএস/মে ০৩,২০১৪)