আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পুলিশী হয়রানীর প্রতিবাদে জেলার হিজলা উপজেলায়  বৃহস্পতিবার সকাল থেকে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

টেম্পু মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লুৎফর রহমান নলী অভিযোগ করেন, তারা যানবাহন চালাতে গেলে পুলিশকে প্রতি মাসে মোটা অংকের টাকা মাসোহারা দিতে হয়। এর থেকে রেহাই পেতে এ ধর্মঘটের আহবান করা হয়েছে। তাদের হয়রানী বন্ধ করলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে, অন্যথায় তাদের ধর্মঘট অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে হিজলা থানার ওসি এম.আর শওকত আনোয়ার জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা টেম্পু ও নসিমন বন্ধের অভিযান চালাচ্ছেন। পরিবহন থেকে তারা কোন টাকা নিচ্ছেন না।

(টিবি/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)