টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীতে বন্যা পরবর্তী ওয়াটসন প্রকল্পের আওতায় বন্যা দুর্গতদের মাঝে বিনামূল্যে ১০০টি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সাবলম্বী সোসাইটি, মানব উন্নয়ন পরিষদ, বহুমুখীদেশ উন্নয়ন পরিষদ, সিডা, আরপিডিও ও সততা যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে গোহালিয়াবাড়ী ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা আফজালপুর,কালাই,বাসুরিয়া এবং জিদহ গ্রামের ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে সাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিত করণ বিষয়ে বিনামূল্যে রিং,স্লাব,টিন ও খুটি বিতরণ করা হয়। এ উপলক্ষে গোহালিয়াবাড়ী ইউনিয়নের আফজালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃস্পতিবার বিতরণ  অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।

বিএনএফ চর উন্নয়ন সেচ্ছাসেবক কমিটির সভাপতি মুনছুর রহমান প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম তালুকদার। বক্তব্য রাখেন আরপিডিও নির্বাহী পরিচালক রওশানা আরা লিলি ,সিডা নির্বাহী পরিচালক শামছুল হক মহসিন, সাবলম্বী সোসাইটির পরিচালক আজিজুল হক জুয়েল, বিএনএফ সেচ্ছাসেবক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক । এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনির । এ সময় বক্তরা বলেন বন্যা দুর্গত আফজালপুর,কালাই,বাসুরিয়া এবং জিদহ গ্রামকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান এএফএম ইয়াহিয়া চৌধুরী বিএনএফ চর হিসেবে ঘোষণা করেছেন। এ জন্য তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই এলাকাগুলোকে একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে। অনুষ্ঠাণ পরিচালনা করেন মানব উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক মো.কামরুল হাসান ।

(আরকেপি/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)