মাদারীপুর প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার মাওয়ার কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে পাঁচ্চর তেলের পাম্প পর্যন্ত প্রায় ২ শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস শুক্রবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ‘অতিরিক্ত কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের চারপাশে কোনো কিছুই না দেখা গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।’ কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

ওই ঘাট দিয়ে ফেরির পাশাপাশি স্পিডবোট, ট্রলার ও লঞ্চ পারাপারও বন্ধ রয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৫, ২০১৪)