জাবি প্রতিনিধি :  প্রকৃতি ও জীবনের বর্ণিল অনুষঙ্গ হচ্ছে প্রজাপতি। প্রজাপতি শুধু নিজেই সুন্দর নয়, সে মানুষের মনকে উদ্বেলিত করে, প্রেরণা যোগায়।

‘উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রজাপতি মেলা-২০১৪।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ প্রকৃতির অপরূপ দান। প্রকৃতির এ সৌন্দর্য রক্ষায় প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

পরে তিনি প্রজাপতির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রজাপতিপ্রেমীদের জন্য বিশ্ববিদ্যালয়ের জহির রাহহান মিলনায়তনের সামনে প্রজাপতির একটি হাট এবং বোটানিক্যাল গার্ডেনে জাল দিয়ে ঘেরা প্রায় পাঁচ শতাধিক জীবন্ত প্রজাপতির হাট তৈরি করা হয়। মিলনায়তনে বিভিন্ন প্রজাতির প্রজাপতির ছবি প্রদর্শনী করা হয়।

শিশু-কিশোরদের প্রকৃতি ও প্রজাপতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে প্রজাপতি নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনী, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, প্রজাপতি চেনা ও প্রজাপতির ছবি প্রদর্শনীসহ নানা আয়োজন করা হয়।

(ওএস/অ/ডিসেম্বর ০৫, ২০১৪)