সাতক্ষীরা প্রতিনিধি : ভারত থেকে অবৈধপথে আসার সময় দুই বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার লক্ষীদাড়ি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটক করা হয় এক পাচারকারিকে।

আটককৃতরা হলেন, ঢাকার মুন্সিগঞ্জের আনছার আলীর ছেলে ইকবাল হোসেন (৪৫), সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুর জব্বার গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৮), পাচারকারি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার রফিকুল ইসলামের ছেলে কামরান হোসেন (৩২)।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার নুরুল ইসলাম জানান, ইকাবল হোসেন ও শফিকুল নামের দু’জন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার ভারত থেকে অবৈধপথে লক্ষীদাড়ি সীমান্তে আসে। এ সময় তাদের সঙ্গে থাকা পাচারকারি কামরান হোসেনসহ তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, এ ঘটনায় ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েক সাইফুল ইসলাম বাদি হয়ে লক্ষীদাড়ি গ্রামের বাবর আলীর ছেলে পাচারকারি মণ্টুকে পলাতক দেখিয়ে কামরান হোসেনের নাম উল্লেখ করে পাচার আইনে ও অবৈধপথে ভারতে যাওয়ার অভিযোগে ইকবাল ও শফিকুল ইসলামের নামে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন।


(আরকে/অ/মে ০৩, ২০১৪)