স্পোর্টস ডেস্ক, ঢাকা : অধিনায়ক মুশফিকুর রহিম ৩ দিন ধরে অ্যাপোলো হাসপাতালে রয়েছেন। শনিবার চলে যেতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকদের আপত্তির মুখে শেষ পর্যন্ত থেকে গেছেন। রবিবার পূর্ণাঙ্গ রিপোর্ট এলেই মুশফিকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাষীশ চৌধুরি।

বেশ কিছুক্ষণ অসুস্থ মুশফিকের পাশে সময় কাটিয়েছেন তিনি। জ্বরে আক্রান্ত অধিনায়ককে দেখতে শনিবার হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

হাতপাতাল থেকে বেরিয়ে মুশফিকের বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন,‘মুশফিক সুস্থ আছে; জ্বর নেই। শনিবারই চলে যেতে চাচ্ছিলো বাসায়। কিন্তু ডাক্তাররা বলেছেন মূল রিপোর্টগুলো পাওয়া যাবে রবিবার। তাই হাসপাতালে থাকাই ভালো মুশফিকের।’

উল্লেখ্য, গত ৪/৫ দিন ধরে জাতীয় দলের অধিনায়ক জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে জ্বর বেড়ে যাওয়ায় রাজধানীর অ্যাপোল হাসাপাতালে ভর্তি হয়েছিলেন মুশফিক।

(ওএস/পি/মে ০৩,২০১৪)