স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদের চাইতেও বড় স্বৈরাচার। এরশাদের শাসনামলে একশ’ জনকে খুন করা হয়েছিল। আর হাসিনার আমলে দুই হাজারের ওপর খুন হয়েছে।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই দুই আনার মন্ত্রী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়ার মির্জা ফখরুল বলেন, আশরাফের এই বক্তব্যে প্রমাণ হয়, আওয়ামী লীগের দাম্ভিকতা বেড়েছে এবং তারা একদলীয় শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আমাদের জয় নিশ্চিত করতে হবে। জনগণের ঘরে ঘরে যেতে হবে। সবাইকে বুঝাতে হবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া এই অত্যাচার থেকে রক্ষা পাওয়া যাবে না।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী- খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

(ওএস/অ/ডিসেম্বর ০৫, ২০১৪)