শেরপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন করেনি, তারা ট্রেন মিস করেছে। পরের ট্রেন সময়মত আসবে। তখন ট্রেনে উঠার চেষ্টা করতে হবে। তিনি বলেন, ইলেকশন জুলাবাতির খেলা নয় যে ইচ্ছে হলে খেললাম, মনে না চাইলে বসে পড়লাম। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে কেউ বাধা দেয়নি। বরং নির্বাচন বাধাগ্রস্ত করতে তারা ট্রেনে আগুন দিয়েছে, মসজিদে আগুন দিয়ে শত শত কোরআন শরীফ পুড়িয়েছে। কাজেই এসব কুকর্মের জবাব দিয়েই নির্বাচনে আসতে হবে।
 

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে নকলা উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মুসল্লি, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতৃৃবৃন্দের এক সমাবেশে এসব কথা বলেন। এ সময় মতিয়া চৌধুরী আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাঁধা দিতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। কিন্তু যত ষড়যন্ত্র করা হোক না কেন, বিচার হচ্ছে, হবে। রায়ও বাস্তবায়ন হবে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, সহকারী পুলিশ সুপার মো. শাজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন কৃষিমন্ত্রী নকলা উপজেলার ৫১ মসজিদের ৫ শতাধিক মুসল্লি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে নিজ তহবিল থেকে শীতের কম্বল বিতরন করেন। এছাড়া টিআর বিক্রির অর্থ থেকে ৫১টি মসজিদকে ৪৩ হাজার ৫০০ টাকা করে ২২ লাখ ১৮ হাজার ৫০০ টাকা, ১৭টি মাদ্রাসা ও বেসরকারি উচ্চ বিদ্যালয়কে ৪ লাখ ৯৩ হাজার টাকা, দুটি শশ্মান ঘাটের উন্নয়নের জন্য ৩০ হাজার এবং এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় উপজেলার সকল স্কুলের প্রথম ১০ জনকে ৫০০ টাকা করে ৪০০ শিক্ষার্থীকে মেধা পরিচর্যা বৃত্তির অর্থ প্রদান করেন।

(এইচবি/এএস/ডিসেম্বর ০৫, ২০১৪)