কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জগতি চিনিকলে প্রায় ৩২ কোটি টাকার চিনি অবিক্রীত রেখেই নতুন মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।

এ বছর নব্বই হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কুষ্টিয়া সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার। দেশের চিনিকলগুলো রক্ষা করতে পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশের মধ্যে এই কুষ্টিয়া চিনিকল একটি ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক ভারী শিল্প হিসেবে বিবেচিত।

তিনি বলেন, এখানকার চিনিশিল্পকে লোকসানের হাত থেকে রক্ষা করতে পণ্য বৈচিত্র্যকরণের উদ্যোগ নেয়া নিতে হবে।

তিনি আরো বলেন, এখান থেকে ডিস্টিল ওয়াটার তৈরির ব্যাপারে মন্ত্রণালয়ে কথা বলেছি। আগামীতে সেটি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের বিভিন্ন চিনিকলের গোডাউনে কোটি কোটি টাকার অবিক্রিত চিনি পড়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা বিদেশ থেকে চিনি আমদানি করে আনার ফলে আমাদের দেশের চিনিকলগুলোর লোকসান গুনতে হচ্ছে।

পরে তিনি ‘কেইন কেরিয়ারের’ ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি আলম হোসেন মালিথা প্রমুখ।

(কেকে/এসসি/ডিসেম্বর০৫,২০১৪)