পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর শিয়ালী বাজার এলাকা থেকে ৪০টি তাজা হাত বোমা উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাত ১১টার দিকে র‌্যাব-৮’র সদস্যরা এসব বোমা উদ্ধার করে।

জানা গেছে, গোপন সংবাদে পটুয়াখালী র‌্যাব ৮ এর কোম্পানি কমান্ডার ফাইজুল ইসলাম মণ্ডলের নেতৃত্বে একটি দল শুক্রবার রাত ১১টার দিকে শিয়ালী বাজার সংলগ্ন পুকুর পাড়ের পাশে পরিত্যাক্ত একটি দোকানটি থেকে দুইটি কার্টুনে থাকা ৪০টি তাজা বোমা উদ্ধার করে। পরে এগুলো নিস্ক্রিয় করা হয়।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

শহরে বড় কোনো নাশকতা ঘটানোর জন্যই বোমাগুলো ওখানে রাখা হয়েছিল বলে ধারণা করছে র‌্যাব।

(ওএস/অ/ডিসেম্বর ০৬, ২০১৪)