নোয়াখালী প্রতিনিধি : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব এ কর্মসূচি পালন করে। এ সময় জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, উন্নয়ন কর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ.ন.ম জাহের উদ্দিন, উন্নয়ন সংস্থা প্রানের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, সাংবাদিক রুদ্র মাসুদ, ফুয়াদ হোসেন, জামাল হোসেন বিষাদ, মাহাবুবুর রহমান, আকবর হোসেন সোহাগ, আকাশ মো. জসিম প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন সময় হত্যা, নির্যাতনের শিকার হওয়া সাংবাদিক পরিবার বিচার পায়নি। অনতি বিলম্বে সাগর-রুনি হত্যার বিচারসহ সারা দেশে সাংবাদিক হত্যা, নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি জানান সাংবাদিকরা।

(জেএইচবি/অ/মে ০৩, ২০১৪)