স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাড়তি উত্তেজনা আবাহনী-মোহামেডান মানেই। নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শীর্ষে থাকা শেখ জামালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় লেগে তাদের ময়দানী লড়াই ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণে। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধা ৬টায় শুরু হবে আবাহনী-মোহামেডান মহারণ। বিটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকলেও আবাহনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সাদা-কালো শিবির। পর্তুগিজ কোচ রুই ক্যাপেলা বাতিস্তা দলটির দায়িত্ব নেওয়ার পরপরই স্বাধীনতা কাপ জিতেছে। দ্বিতীয় লেগেও টানা ২ জয় পেয়ে দারুণ উজ্জীবিত ছিল মোহামেডান। কিন্তু আগের ম্যাচে টিম বিজেএমসির কাছে অপ্রত্যাশিত হার প্রভাব ফেলতে পারে আবাহনীর বিপক্ষে। কোচের বিশ্বাস আবাহনীকে হারাবে তার দল।

শনিবার রুই ক্যাপেলা বাতিস্তা বলেছেন, ‘২ দলেরই এটি মর্যাদার লড়াই। তাই যতটা সম্ভব আমি আমার দলকে প্রস্তুত করার চেষ্টা করছি। আমার বিশ্বাস আছে, খেলোয়াড়রা নির্দেশনাগুলো অনুসরণ করতে পারবে। স্বাধীনতা কাপের সেমিফাইনালে তাদের হারিয়েছিল আমার ছেলেরা। এবার এমন একটা ফল চাচ্ছি।’

স্বাধীনতা কাপের সেমিফাইনালে মোহামেডান অতিমাত্রায় রক্ষণাত্মক খেলার কারণেই হেরেছিল আবাহনী। এমনটাই মন্তব্য করেছেন আবাহনীর ইরানি কোচ আলী আকবর। তিনি বলেছেন, ‘আমি সব সময় পরিচ্ছন্ন ফুটবল খেলার চেষ্টা করি। কিন্তু মোহামেডানের কোচ তা করেন না। স্বাধীনতা কাপের সেমিফাইনালে ওরা একটি গোল করার পর খুবই বাজে ফুটবল খেলেছে। অহেতুক সময় নষ্ট করেছে। তাই তাদের বিপক্ষে এ বিষয়গুলো ভেবে চিন্তে মাঠে নামতে হবে। জয় ছাড়া বিকল্প কিছু ভাবছি না আমরা।’

চলতি লিগের প্রথম লেগে আবাহনী ১-০ গোলে হারিয়েছিল মোহামেডানকে। এ ছাড়া ২০১৩ ফেডারেশন কাপে গ্রুপপর্বে আবাহনী ২-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। সদ্য সমাপ্ত স্বাধীনতা কাপের সেমিফাইনালে মোহামেডান আবার ১-০ গোলে জিতে প্রতিশোধ নিয়েছিল। ওই আসরের গ্রুপপর্বে অবশ্য ২ দলের ম্যাচ ড্র হয়েছিল (১-১)।

প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ৭ জয়, ৪ ড্র ও ১ হারে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আবাহনী। তাদের ঠিক পরের স্থানেই আছে মোহামেডান। সমান ম্যাচে ৫ জয়, ৫ ড্র ও ২ হারে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে শেখ জামাল।

(ওএস/পি/মে ০৩,২০১৪)