ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে নেওয়ার সময় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মনকশাইর এলাকায় শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের জানান, তিনজন কনস্টেবল ডাকাতি মামলার আসামি ছুট্টু মিয়াকে সিএনজিচালিত অটোরিকশায় করে আদালতে আনছিলেন। কসবার মনকাশাইর এলাকা পার হওয়ার সময় আসামি ছুট্টু মিয়া প্রাকৃতিক কাজ সম্পাদনের কথা বলে গাড়ি থেকে সড়কের কিনারে নামে।

এ সময় তার হাতে হাতকড়া ছিল। একপর্যায়ে সে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কনস্টেবলদের অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতির মামলার আসামি ছুট্টু মিয়াকে দশদোনাবাড়ী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে বিকেলে আদালতে নেওয়া হচ্ছিল।

(ওএস/অ/ডিসেম্বর ০৬, ২০১৪)