স্পোর্টস ডেস্ক, ঢাকা : আর নেই ওয়াল্টার রুডলফ ওয়েলশ। যুক্তরাষ্ট্রের এই অলিম্পিকে অংশগ্রহণকারী সাবেক খেলোয়াড় ১০৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। গত বছর তিনি জীবিত অলিম্পিক খেলোয়াড় হিসেবে রেকর্ডও গড়েছিলেন। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে এত বছর পৃথিবীর বুকে শ্বাস নেয়নি কোন খেলোয়াড় (২০১৩ সালে, ১০৫ বছর ৩২১ দিনে রেকর্ড)।

ওয়াল্টার একজন ভালো শুটার ছিলেন। এফবিআইতেও কাজ করেছেন। আর এছাড়া প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। ১৯৩৪ সালে তিনি এফবিআইতে যোগ দিয়ে বড় বড় তদন্তে সাফল্য অর্জন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তার অবদান রয়েছে।

উল্লেখ্য, ওয়েলশ ১৯৪৮ সালের অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন।

(ওএস/পি/মে ০৩,২০১৪)