নোয়াখালী প্রতিনিধি : ডেসটিনি-২০০০ লিমিটেডের সকল কার্যক্রম চালু, গ্রেফতারকৃত এম.ডি মোহাম্মদ রফিকুল আমিন, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা- পরিবেশকরা মানববন্ধন-সমাবেশ হয়েছে। মাননবন্ধন শেষে প্রতিষ্ঠানের বিনিয়োগকারী, ক্রেতা-পরিবেশকরা নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

রবিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এবং পরবর্তীতে জেলা প্রশাসকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কয়েক শত বিনিয়োগকারী, ক্রেতা-পরিবেশক অংশগ্রহণ করেন।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন- নিজাম উদ্দিন, আমিনুল হক, জেসমিন আক্তার, আনিছ, পারভেজ, সহিদুল ইসলাম, সাখায়েত উল্যা বাবুল, নোমান ও রাজিব কুরী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- ডিসটিনি সরকারি বিধি মোতাবেক জয়েনস্টক থেকে রেজিষ্ট্রেশন লাভ করে একটি প্রতিষ্ঠান থেকে ক্রমান্বয়ে ৩৫টি সহযোগি প্রতিষ্ঠান নিয়ে গ্রুপে পরিণত হয়। এখানে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রায় ৪৫ লক্ষ ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী রয়েছে। বর্তমানে গ্র“পটির সাত হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এ ছাড়া রয়েছে ট্রি প্ল্যানটেশনের আওতায় কমবেশী ১০ হাজার কোটি টাকা। গ্রুপের ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

এ প্রতিষ্ঠানের ৯০ শতাংশ মালিকানাই সাধারণ সদস্যদের। এতে প্রায় ৮ লক্ষ ৫০ হাজার শেয়ার হোল্ডার রয়েছে। বর্তমানে গ্রুপের এম.ডি, চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা জেল হাজতে থাকার কারণে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। নানা কুচক্রী মহল ডিসটিনির লক্ষ লক্ষ ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারীর সম্পদ ও সম্পত্তি লুটপাট করে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় সাধারণ গ্রাহকদের উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বিধায় তাদের দ্রুত মুক্তি ও গ্র“পের সকল কার্যক্রম চালু করার দাবি জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধন-সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বেশ কয়েকটি দাবি ও আকুতি উল্লেখ পুর্বক একটি স্মারকলিপি প্রদান করেন।

(জেএইচবি/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪)