রাজশাহী প্রতিনিধি : রাজশাহী কলেজের শিক্ষার্থীবাহী ও ইসলাম পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয়ে ৩ ছাত্রী নিহত হয়েছেন। রবিবার দুপুর সোয়া ১টায় নগরীর কাটাখালী জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাসটি নগরের বানেশ্বর ও ইসলাম পরিবহনের বাসটি সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। বাস দুটি কাটাখালীর জুটমিলের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন ছাত্রী মারা যান।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে তারা রাজশাহী কলেজের ছাত্রী বলে জানা গেছে। বাকী আহতরা হাসপাতালের ১ ও ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।

হতাহতদের খোঁজ-খবর নিতে রামেকে উপস্থিত হয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪)