লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও বিদ্যুৎ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রায়পুর আঞ্চলিক অফিস। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম ও উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার।

রায়পুর পল্লী বিদ্যুৎতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুদাস চন্দ্র রক্ষিতের পরিচালনায় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রায়পুর অঞ্চলিক কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা চলাকালে বিদ্যুৎ অপচয় সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরেন কর্মকর্তারা।

আলোচনা সভায় রায়পুর পল্লী বিদ্যুৎ এলাকা পরিচালন মনিরুইল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, ভাইচ চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা প্রকৌশলি আক্তার হোসেন, উপজেলা জাতিয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, ইসামন হোসেন, মাষ্টার সফিউল্যা খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

(এমআরএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪)