নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এ স্লোগান নিয়ে নানা কর্মসূচির মাধ্যমে গাজীপুরে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ।

এ উপলক্ষে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে রবিবার সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন বেলুন উড়িয়ে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাওয়াল রাজবাড়ীর নাট মন্দিরে এসে শেষ হয়।

গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির ছায়াবিথী জোনাল অফিসের ডিজিএম নুর মোহাম্মদ, ডিজিএম আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, এজিএম (এমএস) শ্যামল চন্দ্র ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে সেরা কর্মকর্তা হিসেবে ডিজিএম নূর মোহাম্মদ ও সেরা কর্মচারি বিলিং সহকারি মলি খানমকে পুরস্কার প্রদান করা হয়।

(এসএএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪)