পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার গলাচিপায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় নারী-শিশুসহ ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ৩৫ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ইছাদী মিয়ার বাড়ির মোড় রামনাবাদ নদীতে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এমভি শাথিল-১ নামে লঞ্চটি ডুবে যায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত মোট ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, লঞ্চটি গলাচিপা থেকে ইছাদি মিয়া বাড়ির মোড়ে পৌঁছলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে ডুবুরি দল রয়েছে।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)