বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী  টরকী বন্দর সার্বজনিন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে পঁচিশ প্রহর ব্যপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। মন্দির পরিচালনা কমিটি জানান, দেশ মাতৃকা বিশ্ব জননীর সকল জীবনের শান্তি ও মঙ্গল কামনায় মঙ্গলবার থেকে শ্রীমদ্ভাগত পাঠ, অধিবাস, নামসংকীর্তন ও মহোৎসব শুরু হয়েছে।

নামসংকীর্তনে সুধা রাম সম্প্রদায় (মাদারীপুর), রাধা তারকনাথ সম্প্রদায় (বরিশাল), ওঁংকার সম্প্রদায় (বরিশাল), গোবিন্দ মন্দির সম্প্রদায় (মাদারীপুর) অনুরাধা সম্প্রদায় (গোপালগঞ্জ) ও আদি গীতাঞ্জলী সম্প্রদায় (মাদারীপুর) দল অংশ গ্রহন করেন। শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে।

(টিবি/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)