গাজীপুর প্রতিনিধি : পরিবেশ দুষণের অভিযোগে গাজীপুরের ৩টি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর রবিবার কারখানা সমুহের মালিক/প্রতিনিধিকে অফিসে তলব করে শুনানী শেষে ওই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া এবং ইটিপি বন্ধ রেখে কারখানা পরিচালনা করে জলজ জীব বৈচিত্র্যের ক্ষতিস্যাধনের অপরাধে টঙ্গীর শিলমুন এলাকার ইন্ডিগো ওয়ার্ল্ড ডিজাইনকে ৬ লাখ, ইটিপি নির্মাণ ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে ওয়াশিং কার্যক্রম পরিচালনার দায়ে একই এলাকার ডাইচি ডিজাইনকে ৩ লাখ ও এম আর টেক্সটাইলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। শুনানীতে অংশ নিয়ে প্রতিষ্ঠানসমূহের মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

(এসএএস/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)