বগুড়া প্রতিনিধি : আজ সোমবার শুরু হচ্ছে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে বগুড়ায় দুইদিন ব্যাপী তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বগুড়া জেলার ২৬টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠাণ অংশ নেবে। অংশগ্রহণকারি প্রতিষ্ঠানগুলো সাধারণ নাগরিকদের জন্য তথ্য প্রদানের সহজ উপায়, পাওয়ার ধরনসহ বিভিন্ন বিষয়ে জানান দেবে। এছাড়া স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

চাই তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সকাল সাড়ে ১০ টায় তথ্যমেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বগুড়া পৌর মেয়র এ্যাডঃ একেএম মাহবুবর রহমান। সভাপতিত্ব করবেন সনাক বগুড়ার সভাপতি বজলুল করিম বাহার।

তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গতকাল রোববার সকালে বগুড়া শহরের জলেশ্বরীতলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বগুড়া কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক বগুড়ার সভাপতি বজলুল করিম বাহার। বক্তব্য রাখেন তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক ডাঃ সামির হোসেন মিশু, সাংবাদিক হাসিবুর রহমান বিলু, সাংবাদিক আব্দুর রহীম বগড়া, এইচ আলিম, সানক এর সহ সভাপতি মাছুদার রহমান হেলাল, সদস্য মিলন রহমান, নিভা সরকার পূর্নিমা, প্রভাষক (অবঃ) আব্দুল গনি, রেজাউর রহমান ডিঙ্গু, উপস্থিত ছিলেন স্বজন কমিটির তাপসী দে, অংকিতা মুখার্জ্জি। সভায় তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বগুড়ার এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না। অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিক, সনাক, স্বজন, টিআইবির সদস্যগণ উপস্থিত ছিলেন।

(এএসবি/পি/ডিসেম্বর ০, ২০১৪)