নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার কলম ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফজলার রহমান ফনু হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতাসহ ৬ জন বিএনপি কর্মীকে ফের জেল গেট থেকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে  সন্ধ্যায় বের হওয়ার সময় পুলিশ জেল গেট থেকে  তাদের আটক করে। আটককৃতরা হলো- কলম ইউপি সদস্য ও ৯নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম ফর্দু, বিএনপি কর্মী  কালিনগর গ্রামের বাবলু, নাজিম হোসেন, মিঠু এবং কৃঞ্চনগর বিএনপি কর্মী জালাল হোসেন ও আবু তালেব।

পুলিশ জানায়, চলতি বছরের ১৮ জানুয়ারী সিংড়া উপজেলার কলম ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফজলার রহমান ফনু মিটিং শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বত্তরা। এঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক সহ ১২ জনের নাম উল্লেখ করে স্থানীয় বিএনপির ২৫ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। নিহতের ভাই ময়নুল হক বাদী হয়ে সিংড়া থানায় এই মামলাটি দায়ের করেন। ওই মামলা দায়েরের পর আসামীরা পলাতক ছিল। সম্প্রতি উচ্চ আদালত থেকে ৩ মাস ৫দিন পর তারা জামিন নেয় । রোববার সন্ধ্যায় জামিনের কাগজ পত্র কারাগারে পৌঁছালে তারা ছাড়া পায়। কিন্তু ছাড়া পেয়ে জেল গেট থেকে পুলিশ তাদের ফের গ্রেফতার করে। নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক ৬ জনকে পুনরায় আটকের সত্যতা নিশ্চিত করে জানান,তাদের বিরুদ্ধে সিংড়া থানায় আরো মামলা রয়েছে। তবে কি মামলায় তাদের পুনরায় আটক করা হয়েছে সে বিষয়ে পুলিশ মুখ খোলেনি।

(এমআর/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)