পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কলাছিয়া নদীতে লঞ্চ ডুবির ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার পটুয়াখালীর নৌবন্দর কর্মকর্তা এসএম বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে একজন মারা গেছে এমন প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে ও দু’জন মারা গেছে এমন প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈরি আবহওয়ার কারণে শনিবার রাতে উদ্ধার তৎপরতা বন্ধ থাকার পর রবিবার ভোরে ফের উদ্ধার কাজ শুরু করেছে বরিশাল ও খুলনা থেকে আসা নৌ-বাহিনীর একটি দল এবং স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে এমভি শাকিল লঞ্চটি কলাগাছিয়া নদীর গলাচিপা উপজেলার ইছাদি মিয়া বাড়ির মোড় অতিক্রম করার সময় কালবৈশাখীর কবলে পড়ে ডুবে যায়। এতে রবিবার সকাল ৯টা পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চটি গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)