নিউজ ডেস্ক : চলতি মাসের মাঝামাঝিতেই আসছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। অবশ্য এটি প্রথমে ভারতের বাজারে আসার কথা রয়েছে।

চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভা এই ফোনটি আনছে। তাদের প্রথম ফোনটির মডেল হবে X5Max। স্মার্টফোনটি বিশ্বের সবথেকে পাতলা বলে দাবি করেছে ভিভা।

কোম্পানি দেয়া তথ্যমতে, X5Max এর পুরুত্ব মাত্র ৪.৭৫ মিলিমিটার। এছাড়াও, ডুয়েল সিমের এই নতুন স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সন।

অন্য কনফিগারেশনের মধ্যে রয়েছে- 1.7GHz প্রসেসর, ২ জিবি র‍্যাম, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইন্টারনাল মেমরি ১৬ জিবি যা বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত, ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্ল।

তবে এর দামের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

(ওএস/অ/ডিসেম্বর ০৮, ২০১৪)