বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর সদরের জেলা পরিষদের খাল দখল করে ৬৯ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ড্রেন নির্মাণ করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খাল দখলের কারনে এলাকাবাসীর চরম দুর্ভোগের সৃষ্টি হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার তুলাতলা নদী ও শ্রীমন্ত নদীর সংযোগ জেলা পরিষদের রেকর্ডিয় জেলাখানার খালটি পৌর এলাকার ২ ও ৩নং ওয়ার্ডের সদর রোডের মধ্যদিয়ে প্রবাহিত। খালের দু’পাড়ের অসংখ্য পরিবারের সদস্যরা গোসল ও রান্নাসহ অন্যান্য কাজে খালের পানি ব্যবহার করে থাকেন। এাছাড়াও ব্যবসায়ীরা ওই খাল দিয়ে ছোট নৌকায় বিভিন্নস্থানে মালামাল পরিবহন করে থাকেন।

স্থানীয়রা অভিযোগ করেন, বর্তমান সরকার যখন খাল উদ্ধার করে পুণঃখননের কাজ করছেন, ঠিক সেই সময় বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া কোনো ধরণের অনুমতি না নিয়েই জেলা পরিষদের রেকর্ডিয় খাল দখল করে গত এক সপ্তাহ থেকে ড্রেন নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। সূত্রে আরো জানা গেছে, পৌরসভার জাইকা প্রকল্পের ৬৯ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করছেন প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিলন ডাকুয়া। কাজের দেখভাল করছেন জনৈক মামুন।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা পরিষদের রেকর্ডিয় খাল দখল করে পৌরসভার ড্রেন নির্মাণের বিষয়টি তাদের জানা ছিলোনা। জরুরী ভিত্তিতে তারা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন। এ ব্যাপারে মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

(টিবি/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৪)