সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার হাবড়া বাজার এলাকা থেকে সোমবার ভোর সাড়ে ৬টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্র্রেফতাররা হলেন, উপজেলার দূর্যাকাপন গ্রামের আবদুল মোতালেবের ছেলে আবদুল কাহার (২৮) ও তার সহযোগী ওসমানীনগর উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের মাসুক আলীর ছেলে দুদুল মিয়া (২৭)।

বিশ্বনাথ থানার এসআই আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, কাহারের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৪)