নড়াইল প্রতিনিধি : আজ ৮ ডিসেম্বর নড়াইলের লোহাগড়া পাক-হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানী সেনাবাহিনীকে পরাজিত করে লোহাগড়াকে হানাদার মুক্ত করেন।

দিবসটি পালন উপলক্ষে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকাল ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।

(টিএআর/এএস/ডিসেম্বর ০৮, ২০১৪)