আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ৪ নং গৈলা মডেল ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের দ্রুত গতি সম্পন্ন ব্রড ব্যান্ড কানেকশন রাতের আঁধারে বিছিন্ন করেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, উপজেলার গৈলা মডেল ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে ওই ইউনিয়নের উদ্যোক্তা রফিকুল ইসলাম রেজা ইউনিয়ন পরিষদ ভবন থেকে তার ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র প্রায় ১ কি.মিটার দুরে গৈলা বাজারে নিয়ে ব্যবসা করে আসছিল। রবিবার রাতে পরিষদ ভবন ও তার ব্যবসা কেন্দ্রে টানা ক্যাবল (ব্রড ব্যান্ড) কানেকশন ছিড়ে ফেলে দুবৃর্ত্তরা। ব্রড ব্যান্ড কানেকশন ছিড়ে ফেলায় ওই ইউনিয়নসহ অন্যান্য এলাকার সাধারণ মানুষ কয়েকদিন যাবত অনলাইনের কোন তথ্য সেবা পাচ্ছেনা।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু বলেন, সকালে তাকে ঘটনাটি জানানো হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নিয়মে পরিষদ ভবনের বাইরে সংযোগ নিয়ে কাজ করার নিয়ম না থাকলেও রেজা তার কোন অনুমতি ছাড়াই গৈলা বাজারে ব্যবসা করে আসছে। এনিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হলে তাকে পরিষদে সংযোগ ব্যবহার করতে বলা হলেও সে তা করেনি। এমনকি তাকে (চেয়ারম্যানকে) উদ্যোক্তা বলেছেন যে, সে তার অধীনে সে চাকুরী করেননা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ বলেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলেছেন তিনি।

(টিবি/এএস/ডিসেম্বর ০৮, ২০১৪)