মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শিবচর পৌর এলাকার নলগোড়া গ্রামে রবিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৫টি বসতঘর, ৫টি রান্নাঘর, নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, শিবচর পৌর এলাকার নলগোড়া গ্রামের ফরহাদ খাঁর বাড়িতে রাতে বসত ঘরে আগুনের সূত্রপাত হয়।

এসময় ফরহাদ খাঁর ২টি ঘর, রেজাউল খাঁর ২টি ঘর, এমারত খাঁর ২টি ঘর, শাহাদাৎ খাঁর ২টি ঘর, জাহিদ খাঁর ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ৫টি বসতঘরে থাকা নগদ টাকা, কৃষিপণ্য, আসবাপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

(এএসএ/এএস/ডিসেম্বর ০৮, ২০১৪)