বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল থেকে অপহরনকারীরা ২ লাখ টাকা চাঁদার দাবীতে সুমাইয়া আক্তার মিম (৬) নামের এক শিশুকে অপহরণ করার ১২ দিন পর রবিবার বিকেলে রামপাল থানা পুলিশ র‌্যাবের সহায়তায় টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে। ওই সময় অপহরনকারী আজমসহ ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সুমাইয়া আক্তার মিম গত ২৭ নভেম্বর বেলা ১১ টায় তার নিজ বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী থেকে তালবুনিয়া গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে শেখ আঃ জলিল, শেখ আলী আহম্মেদ, আয়শা বেগম, আজমসহ অপহরনকারীরা মিমকে অপহরন করে নিয়ে যায়। এঘটনায় পর ভিকটিমের পিতা হাওলাদার ইসারাত আলী রামপাল থানায় গত ৩০ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রামপাল থানা পুলিশ অপহরনকারী জলিল, আলী আহম্মেদ ও আয়শা বেগমকে গ্রেফতার করে। রামপাল থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনাটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

(একে/অ/ডিসেম্বর ০৮, ২০১৪)