টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকার চর ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে রবিবার রাতে অভিযান চালিয়ে শিশু সুমাইয়া আক্তার মীম (৬) নামের এক অপহৃত শিশুকে উদ্ধার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর একটি দল।এ সময় জাকির হোসেন ও শেখ আলী আজম নামে দুই অপহরণকারীকে আটক করা হয়। জাকির টাঙ্গাইলের ভূঞাপুরের আ. বারেক আলীর ছেলে ও শেখ আলী বাগেরহাটের রামপাল থানার তাল গুনিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। অপর এক অপহরণকারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ গ্রামের হান্নান পালিয়ে যায়।

সোমবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল র‌্যাব-১২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ২৭ নভেম্বর বৃহস্পতিবার বাগেরহাট জেলার রামপাল থানার চাকশ্রী গ্রামের হাওলাদার ঈশারাত আলীর মেয়ে সুমাইয়া আক্তার মীমকে অপহরণ করা হয়।পরে শিশুটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। বিষয়টি শিশুটির বাবা খুলনা র‌্যাব-৬ কে অবহিত করেন।র‌্যাব-৬ শিশুটির পরিবারের সদস্য পরিচয় দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করে। অপহরণকারীরা ৫০ হাজার টাকা নিয়ে টাঙ্গাইলের কালিহাতী জোকার চর এলাকায় আসতে বলে।বিষয়টি টাঙ্গাইল র‌্যাব-১২ কে জানালে তারা রবিবার রাতে অভিযান চালিয়ে জোকার চর এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে শেখ আলী আজমকে আটক ও অপহৃত শিশু সুমাইয়াকে উদ্ধার করা হয়।

(আরকেপি/এএস/ডিসেম্বর ০৮, ২০১৪)