কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়েবাড়ির দই খেয়ে ১০ শিশুসহ ৪০ জন অসুস্থ হয়ে পড়েছে। শনিবার রাতে গুরুতর অসুস্থ ২৫ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার ভেড়ামারার ফারাকপুর গ্রামের আবদুল বারিকের ছেলে আরিফের বিবাহ অনুষ্ঠানে দুপুরের প্রীতিভোজের খাবার শেষে দই পরিবেশন করা হয়। এতে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিমন্ত্রিত অতিথিরা। রাত ৯টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদের মধ্যে গুরুতর অসুস্থরা হলেন- ভেড়ামারা ফারাকপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে শাহিন (৮), মৃত কফিল উদ্দিনের ছেলে জফির উদ্দিন শাহ (৮৫), রফিকুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম রোহান (৪), সাঈদের মেয়ে সামিয়া (৩), মাজেদুল ইসলামের মেয়ে মারিয়া (৭), সালামের ছেলে এজাজা (৬), ফারুকের মেয়ে সুমাইয়া (৩), তরিকুল ইসলামের স্ত্রী হ্যাপি (২৫), মেয়ে অর্পণ (৩), তরিকুল ইসলাম (৪৫), সুমনের মেয়ে মিনা (৩), মুসার ছেলে সালমা (৯), মৃত সামাদের ছেলে রজনী (১৫), রবিউল ইসলামের ছেলে সিয়াম (১০), রাফিউল ইসলামের ছেলে শান্ত (৭), মোহাম্মদের ছেলে নাজিম (৩) ও রোহান (১০)।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মশিউল ইসলাম জানান, প্রত্যেকেই বমি এবং পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছে।

এ ঘটনার পর পাবনা সুইটের মালিক শ্যামল পলাতক রয়েছেন। দোকান বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।


এ ঘটনায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান ভেড়ামারা হাসপাতাল পরিদর্শন করেছেন।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)