বগুড়া প্রতিনিধি : বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্ উল আলম জয় বলেছেন, বগুড়ার মানুষ সহজাত ভাবেই প্রতিভাবান। বগুড়াবাসী বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ একটি শিল্প। শৈল্পিক কাজের মাধ্যমে একজন ফটোগ্রাফার বিশ্বব্যাপী পরিচিতি পেতে পারে। যা শুধুমাত্র পড়ালেখার মাধ্যমে সম্ভব নয়।

সোমবার বিকেল ৫ টায় বগুড়ার বিআইআইটি মিলনায়তনে দৃক নিউজের সহযোগিতায় ৩ দিন ব্যাপী ‘ফটোগ্রাফি ওয়ার্কশপ ফর ফটোগ্রাফার’ শীর্ষক কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, ফটোগ্রাফিতে প্রশিক্ষণ নতুনদের জন্য সহায়ক। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখতে হবে।

বগুড়া ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিআইআইটি’র অধ্যক্ষ প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত, দৈনিক উত্তরের খবরের সম্পাদক আব্দুস সালাম বাবু, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক সোলায়মান হোসেন, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শফিউল আজম কমল।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৃক নিউজের ইনচার্জ মোহাম্মদ আমিনুজ্জামান। কর্মশালা শেষে অংশগ্রহণকারী ২০জন ফটো সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ৩দিন ব্যাপী ওয়ার্কশপে প্রশিক্ষণ গ্রহণ করেন ফটো সাংবাদিক আসাফউদৌলা ডিউক, বজলুর রশিদ সুইট, শাহিনুর রহমান বিমু, সাইফুল ইসলাম, জাফর আহমেদ মিলন, সঙ্গীত রায় বাপ্পী, আমিনুল ইসলাম শ্রাবণ, আব্দুর রহিম, সোয়েল রানা, আব্দুল লতিফ, ফরহাদ শাহী, সিদ্দিকুর রহমান লিটন, নুর ইসলাম বিপ্লব, আল মুমিন, জিমি দাস, সাব্বির হাসান, আরিফ জাহান, ফিরোজ পশারী রানা, আল আমিন ও মামুন।

(ওএস/এটিআর/ডিসেম্বর ০৮, ২০১৪)