স্পোর্টস ডেস্ক, ঢাকা : অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট রাত পেরোলেই শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার আডিলেড ওভালে শুরু হবে ম্যাচটি। স্বাভাবিকভাবেই ম্যাচটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। হয়তো এটিই ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল টেস্ট হতে যাচ্ছে।

প্রথম টেস্ট অ্যাডিলেডে অনুষ্ঠিত হলেও প্রথমে এটি ব্রিজবেনে হওয়ার কথা ছিলো। পরবর্তীতে সরিয়ে নিয়ে অ্যাডিলেডে আনা হয়। কথা ছিলো ভারতের বিপক্ষে গাভাস্কার-বোর্ডার ট্রফিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবোটের বাউন্সারের আঘাতে প্রতিভাবান অজি ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুর কারণেই শেষ পর্যন্ত এক ম্যাচ কমাতে বাধ্য হয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে হিউজের প্রতি সম্মান জানাতে কোন ধরনের কমতি করেননি অজি বোর্ড। ম্যাচের ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে মূল দলে রাখা হচ্ছে হিউজকে। একই সাথে মূল একাদশের সবাই ৪০৮ নম্বরের টি-শার্ট পরে মাঠে নামবেন যেটা কিনা হিউজের জার্সি নম্বর। ম্যাচ শুরুর আগে দেখানো হবে ৬৩ সেকেন্ডের একটা ভিডিও৷ কারণ জীবনের শেষ ইনিংসে হিউজের স্কোর ছিল ৬৩ নট আউট৷

শুধু তাই নয়, দুই দলের অধিনায়কই কাকতালীয়ভাবে ইনজুরির আক্রমণে পড়েন। শেষপর্যন্ত হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠেছেন মাইকেল ক্লার্ক। অ্যাডিলেড টেস্টে ক্লার্ক ফিরলেও প্রথম টেস্টে মাঠে নামা হচ্ছে না ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তাই তার স্থানে প্রথমবারের মতো সাদা পোশাকে ভারতের নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। বিরাট এই ম্যাচের মধ্যে দিয়ে ভারতের ৩২তম টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বলে রাখা ভালো, ২০১২ সালের পর এটিই অস্ট্রেলিয়ার মাটিতে ধোনিবিহীন ভারত টেস্ট খেলতে নামছে।

অস্ট্রেলিয়া দলঃ
মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), মিচেল জনসন, মিচেল মার্শ, রায়ান হ্যারিস, পিটার সিডল, নাথান লিয়ন, জোশ হ্যাজলউড (দ্বাদশ) ও ফিলিপ হিউজ (ত্রয়োদশ)।

ভারত দলঃ
মুরালি বিজয়, শেখর ধাওয়ান, বিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দন অশ্বিন, বরুন অ্যারণ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, চেতেশ্বর পুজারা।

(ওএস/পি/ডিসেম্বর ০৮, ২০১৪)