স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষকে গুম, খুন ও অপহরণ করা হচ্ছে। আবার তারাই আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে। যখন কোনো রাষ্ট্র নিজেই অপহরণের সাথে জড়িত থাকে, তখন সেই রাষ্ট্রের নাগরিকদের কি ভয়াবহ পরিস্থিতি হয় তা আপনারা অবশ্যই জানেন।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্ব ঘোষিত গণঅনশন কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ সরকার তাদেরকে নিজেদের কাজে ব্যবহার করছে।

তিনি আরো বলেন, বিএনপিকে নির্মূল করতেই সরকার পরিকল্পিতভাবে খুন, গুম ও অপহরণ করছে।

দেশে একদলের শাসন চলছে উল্লেখ করে ফখরুল বলেন, বর্তমানে দেশে এক ব্যক্তি ও এক দলের শাসন চলছে। তাদের লুটপাটে দেশের মানুষ আজ অস্থির। তা থেকে মুক্তি পেতে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দেশ, জাতি, স্বাধীনতা ও জনগণের স্বার্থে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠ নির্বাচনে সরকারকে বাধ্য করতে হবে।

অনশনে আরো উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)