সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুতে  দুটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ট্রাক হেলাপারের তাৎক্ষণিক পরিচয়া পাওয়া যায়নি। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই আহসান আলী জানান, মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার কারনে সেতুর উত্তর লেনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মুরগী বোঝাই অপর একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা মারে। এর পেছনে থাকা অপর একটি বাস ট্রাক দুটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনার পর উত্তর লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে নিলে চলাচল শুরু হয়।

(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০১৪)