বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিভিন্ন কর্মকান্ডে নারীদের সক্রিয় অংশগ্রহনের কারণে সমাজ ব্যবস্থায় সার্বিক পরিবর্তন ঘটেছে। এ দেশের  জীবন মান উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য। সরকার চাকুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারীরা নিজেদের দক্ষতার বলে স্ব স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হচ্ছেন। বর্তমান সরকার মেয়েদের জন্য ডিগ্রী পর্যন্ত উপবৃত্তি প্রদানসহ নারীদের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।’

তিনি আজ মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ জন জয়িতার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংবর্ধিত পাঁচ জয়িতারা হলেন প্রভাষক সাহিদা আক্তার, শুক্লা রানী দেব, আজিজুন নেছা, আম্বিয়া বেগম ও রাবিয়া বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) শারমীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ।

(এলএস/এএস/ডিসেম্বর ০৯, ২০১৪)