শেরপুর প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার শেরপুরে জীবন সংগ্রামী নারী ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জাতীয় মহিলা সংস্থার জেলা সভানেত্রী শামসুন্নাহার কামাল, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত জয়িতারা হলেন- সফল জননী নারী শেরপুর সদরের শ্রীমতি শিবানী রানী সূত্রধর, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নকলা উপজেলার অবন্তী রানী দাস, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নালিতাবাড়ী উপজেলার জোবায়দা হাবিব, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা শ্রীবরদী উপজেলার মেরীনা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ঝিনাইগাতী উপজেলার ফুলেছা বেগম। জেলা প্রশাসক তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

(এইচবি/এটিআর/ডিসেম্বর ০৯, ২০১৪)