বরিশাল প্রতিনিধি : বরিশাল-৫ আসনের (বরিশাল সদর) উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ শুরু হয়েছে।

রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আগামী সোম ও মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আগামী ৮ মে বৃহস্পতিবার বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। সেখানে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)