সিংড়া (নাটোর) প্রতিনিধি : র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১০টায় রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ এই শ্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। পরে উপজেলার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফ বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এস এম রাজু আহমেদ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এলাকায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান ও ছাত্রী আফরোজা খাতুন।

(এমএআর/এএস/ডিসেম্বর ০৯, ২০১৪)