সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলার ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আত্মসংগ্রামের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এসব নারীদের এ সম্বোধনা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া নারীরা হলেন- শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের কৃষাণী আল্পনা রানী। তাকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় এ সম্মাননা দেয়া হয়। একইভাবে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য ক্যাটাগরিতে তালা উপজেলার ইরানি খাতুন, সফল জননী হিসেবে সাতক্ষীরা সদরের জাহানারা বেগম, নির্যাতিত হয়েও নতুন উদ্যমে জীবন শুরু করায় তালার এসিডদগ্ধ আঞ্জুমান আরা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কালিগঞ্জের ইলা দেবী মল্লিককে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান। আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসান সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা উল্লেখ করে তাদেরকে আরো এগিয়ে আসার আহবান জানান।

(আরকে/এটিআর/ডিসেম্বর ০৯, ২০১৪)