মাদারীপুর প্রতিনিধি : পদ্মাসেতু নিয়ে বর্তমান সরকারের শুধু হুঙ্কারই থাকবে, কিন্তু সেতু হবে না। খালেদা জিয়াই পদ্মাসেতু তৈরি করবেন বলে মন্তব্য করেছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার দুপুরে মাদারীপুরে বিএনপির যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসে পদ্মাসেতু নির্মাণের কথা বলেছিল। কিন্তু তাদের দুর্নীতির জন্যে তা করতে পারেনি। এখন আবার পদ্মাসেতু নিয়ে হুঙ্কার দিচ্ছে।

তিনি বলেন, দক্ষিণবঙ্গের মানুষ পদ্মাসেতু দেখবে না। পদ্মাসেতু দিতে পারেন একমাত্র দেশনেত্রী খালেদা জিয়া। যিনি যমুনা সেতু দিয়েছেন। তবে সেই যমুনা সেতুকে উনারা বঙ্গবন্ধু সেতু বানিয়েছেন।

এ সময় টুকু আগামীতে সব আন্দোলন-সংগ্রামে নেতাকর্মী ও সমর্থকদের রাজপথে থাকার আহ্বান জানান।

বিএনপির যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক আবু মুন্সী।

(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০১৪)