মাগুরা প্রতিনিধি : মাগুরায় আন্তর্জাাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ২৫ জন জয়িতাকে সংবর্ধনা দিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।  দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে শহরে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার অুনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার সুদর্শন রায়, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তানজিরা রহমান, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সালামা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য, নির্যাতনের বিভীষিখা মুছে নতুনভাবে জীবন শুরু করা ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য জেলা পর্যায়ে ৫ জন নারীসহ জেলার চার উপজেলার মোট ২৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়।

(ডিসি/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)