বরিশাল প্রতিনিধি : নারায়নগঞ্জের ফতুল্লার রামারবাগে জিকির করা ও না করা নিয়ে চরমোনাই ও আটরশি পীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরমোনাই সমর্থকদের নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে থানা জাকের পার্টির সভাপতি খলিল উল্লাহ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রামারবাগ শাহী জামে মসজিদের খতিব ও চরমোনাই পীরের সমর্থক মাওলানা আবুল খায়েরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া রোকন উদ্দিন, আলতু মিস্ত্রি, কসাই কুতুব, সাইফুল ইসলাম, আব্দুল হক, আফজাল হোসেন, আব্দুর রহমান ও শাকিলসহ মোট ১৫জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর শুক্রবার আছরের নামাজের পর জাকের পার্টির উদ্যোগে ফতুল্লার রামারবাগ শাহী জামে মসজিদে আজিমুশান ইসলামী জলসার আয়োজন করা হয়। সন্ধ্যায় জলসায় জিকির চলাকালে উল্লেখিত আসামিরা লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র হাতে জিকির মঞ্চে হামলা চালিয়ে জাকের পার্টির সদস্য বিল্লাল, গফুর ও দেলোয়ারসহ কয়েকজনকে মারপিট করে আহত করেন। এ সময় গফুরের পকেট থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয় আসামীরা। পরে আসামিরা মাইক ও মঞ্চ ভাঙচুর করে তিন লাখ টাকার ক্ষতি সাধন করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(টিবি/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)